- প্রচ্ছদ
-
- অপরাধ
- নড়াইলে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ১
নড়াইলে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ১
প্রকাশ: ৩১ আগস্ট, ২০২১ ৮:৩১ পূর্বাহ্ণ
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকেঃনড়াইল জেলা ডিবি পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা ও ৯,৭০০ টাকাসহ হৃদয় গোয়েন্দা পুলিশ ডিবির হাতে গ্রেফতার। (৩০ আগষ্ট) সোমবান বিকাল ৫:৩০ ঘটিকার সময় গোঁপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপি এম (বার) এর নির্দেশনায় এএসআই মাহফুজুর রহমান,এএসআই মো:নাজিম,সঙ্গীয় ফোর্সসহ নড়াগাতি থানাধীন পাটনা গ্ৰাম এলাকায় অভিযান চালিয়ে হৃদয় লস্কর (২৫), পিতা বিধান, লস্কর,গ্রাম-পাটনা,থানা-নড়াগাতী, জেলা-নড়াইল তার নিজ বাড়ির এলাকা থেকে (ইয়াবা) বিক্রয় করার সময় হাতেনাত গ্রেফতার করে তার নিকট থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৯,৭০০ টাকা উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়। মাদক ব্যবসায়ী হৃদয় এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
Please follow and like us:
20 20