আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৯:৪৯
রবিবার জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে রবিবার নড়াইলে চলছে ২১ দিনের মতো কঠোর লকডাউন। সকাল থেকেই জেলার নড়াইল সদর, লোহাগড়া, কালিয়া উপজেলার বিভিন্ন বাজার ও গুরত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসারকে টহল দিতে দেখা গেছে। লকডাউন সফল করতে জেলার বিভিন্ন পয়েন্টে পুলিশি চেকপোষ্ট বসানো হয়েছে। জেলায় প্রতিদিন সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত জেলা প্রশাসন কর্তৃক প্রজ্ঞাপনে লকডাউনের নীতিমালা অনুসরণ করে শুধু মাত্র কাঁচাবাজার, মাছ, ফলের দোকান খোলা থাকছে। ১২ টার পর সকল কাঁচাবাজার বন্ধ করে দেয়া হচ্ছে। শপিংমল, ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল/রেস্তোরা, মুদি দোকান, চায়ের দোকানসহ সবকিছু বন্ধ রয়েছে। লকডাউন চলাকালে দূরপাল্লার যানবাহনসহ আন্তঃজেলায় চলাচলকারী সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে জরুরী পরিসেবা এর আওতায়র বাইরে রাখা হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌরসভা থেকে জনসচেতনতা মূলক বার্তা প্রচারসহ সাধারণ জনগণকে ঘরের বাইরে বাহির হতে নিরুৎসাহিত করা হচ্ছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |