- প্রচ্ছদ
-
- খুলনা
- নড়াইলে করোনায় এক জনের মৃত্যু আরও ৪৬ জপ করোনায় পজিটিভ
নড়াইলে করোনায় এক জনের মৃত্যু আরও ৪৬ জপ করোনায় পজিটিভ
প্রকাশ: ১৮ জুন, ২০২১ ৬:৩৬ অপরাহ্ণ
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলে করোনায় আরও এক জনের মৃত্যু হয়েছে। তার নাম সিরাজুল ইসলাম (৭০), বাড়ি সদর উপজেলার মির্জাপুর গ্রামে। এছাড়া গতকাল (বৃহস্পতিবার) নড়াইল পৌরসভার রঘুনাথপুর ও রোববার সদরের ভদ্রবিলা গ্রামে আরও ২জন মারা যান। জেলায় এ পর্যন্ত করোনায় ৩০ জনের মৃত্যু হয়েছে। এদিকে নড়াইল সদর হাসপাতালে ১৮জন এবং লোহাগড়া হাসপাতালে ৩জন করোনা রোগি ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুন) সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নড়াইলে গত চব্বিশ ঘন্টায় ১২০ জনের করোনা নমুনা রিপোর্টে ৪৬জনের করোনা পজিটিভ এসেছে। রিপোর্টের বিচারে আক্রান্ত ৩৮.৩৩ শতাংশ। জেলায় এ পর্যন্ত ২ হাজার ২০৬জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৩০৪ জন।
Please follow and like us:
20 20