আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:১৪
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইলের লোহাগড়ায় আজিম শেখ (১৮) নামে এক কিশোরের হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার সঙ্গে থাকা দুই বন্ধু আহত হয়েছেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শুক্রবার (৬ অক্টোবর) সন্ধায় লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব ব্রিজের ওপর এ হামলার ঘটনা ঘটে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।কিশোর আজিম শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাধাহ গ্রামের শাহজাহান শেখের ছেলে।
আহত অপর দুজন হলেন- ওই গ্রামের ইমরান শেখের ছেলে শুভ শেখ ও খোকন শেখের ছেলে তুফান শেখ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধায় উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব ব্রিজে ঘুরতে যায় আজিম শেখ ও তার দুই বন্ধু শুভ ও তুফান। পরে ব্রিজের ওপর ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। এসময় আজিমের হাত ও পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। এ হামলার ঘটনায় আজিমের দুই বন্ধু ও আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আজিমকে ঢাকা মেডিকেলে পাঠান। বাকি দু’জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছেন।
ওসি নাসির উদ্দিন বলেন, ঘটানাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |