- প্রচ্ছদ
-
- খুলনা
- নড়াইলে খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আন্দোলনে চাঙ্গা জেলা বিএনপি
নড়াইলে খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আন্দোলনে চাঙ্গা জেলা বিএনপি
প্রকাশ: ১২ জানুয়ারি, ২০২২ ৮:৪৭ পূর্বাহ্ণ
উজ্জ্বল রার, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:-বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে চাঙ্গা নড়াইল জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির আংশ হিসাবে আগামী ১৮ জানুয়ারি নড়াইলে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে। আর সমাবেশকে সামনে রেখে বিএনপির দলীয় নেতা-কর্মিরা দির্ঘদিন পর বদ্ধঘর থেকে রাজপথে সমাবেশ করার স্বপ্ন দেখছেন। জানাগেছে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন জেলায় সমাবেশ করছে দলটি। এই অংশ হিসাবে আগামী ১৮ জানুয়ারি নড়াইলেও সমাবেশ হওয়ার কথা রয়েছে। দির্ঘদিন নড়াইলের রাজপথে মিছিল-মিঠিং করতে পারেনি বললেই চলে জেলা বিএনপি। কিছু সভা করেছেন ঘরোয়া পরিবেশে। দেশ নেত্রীর মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কর্মসূচি পালনের লক্ষে চলছে দফায় দফায় প্রস্তুতি সভা। জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মনিরুল ইসলামের পরিচালনায় সমাবেশ সফল করতে রোববার (০৯জানুয়ারি) প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সাধারন সম্পাদকের বাড়িতে। এসময় জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপির ও এর অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবন্দ উপস্থিত ছিলেন। জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম বলেন, ১৮ জানুয়ারির সমাবেশকে সামনে রেখে দফায় দফায় আমাদের প্রস্তুতিসভা চলছে। জেলা শিল্পকলা একাডেমিতে সমাবেশের জন্য অনুমতি চেয়ে ইতিমধ্যে প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে।
এই সাবেক উপজেলা চেয়ারম্যান বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবির সমাবেশে ১৫ থেকে ২০ হাজার নেতা-কর্মি সমাবেশে হাজির করার লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, ১৮ জানুয়ারি সমাবেশকে সামনে রেখে আমাদের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে আমরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সমাবেশের অনুমতির জন্য লিখিতভাবে জানিয়েছি, এখনও অনুমতি পায়নি বলেও জানান তিনি। পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার), জেলা বিএনপির পক্ষ থেকে আবেদন দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসক ও আমাদের চিঠি দিয়েছে। এ বিষয়টি নিয়ে আরমরা এখনও চিন্তা করিনি।
Please follow and like us:
20 20