- প্রচ্ছদ
-
- খুলনা
- নড়াইলে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ
নড়াইলে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ
প্রকাশ: ১৩ ডিসেম্বর, ২০২১ ৬:০৬ পূর্বাহ্ণ
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ উদযাপিত হয়েছে। ‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে রবিবার (১২ ডিসেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন উপলক্ষ্যে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, র্যালী, দিবসের প্রতিপাদ্যের ওপর সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ শেষে ঐ স্থান থেকে একটি র্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে দিবসের তাৎপর্যের ওপর সেমিনার/ আলোচনা সভা ও আগে অনুষ্ঠিত প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন।, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবাশীষ চৌধুরী, পৌর মেয়র আঞ্জুমান আরা, এপিপি অ্যাড. আলমগীর সিদ্দিকী, সরকারি কর্মকর্তা, সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
Please follow and like us:
20 20