উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:- নড়াইল জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন (পিপি এম বার) নির্দেশক্রমে, গোপন তথ্যের ভিত্তিতে, ইং ২৩/০১/২০২১ তারিখ রাত ১১,৫৫ ঘটিকায়, কালিয়া থানাধীন কৃষ্ণপুর গ্রামে জনৈক মুরাদ মোল্ল্যার মাছ চাষ করা ঘেড়ের উপরের ঘড়ের মধ্য অভিযান চালিয়ে জুয়ারু, ১/ মোঃ মনিরুল ইসঃ পিতাঃ আমজাদ হোঃ, ২/ফরিদ বিশ্বাস পিতাঃ জমির বিশ্বাস ৩/রাসেল শেখ পিতাঃ আকছেদ ৪/সহাব্বাদ পিতাঃ আজিত শেখ, উভায় সাং কৃষ্ণপুর, ৫/ আজগার পিতাঃ তালেব শেখ ৬/ জাকার, পিতাঃ তৌহির মোল্ল্যা,৭/ রাজু,পিতাঃ তোবারক মাষ্টার উভয় সাং চাচুরী, সর্ব থানা কালিয়া, জেলাঃ নড়াইল জুয়া খেলা অবস্থায়, গ্রেফতার পূর্বক বিজ্ঞ ভ্রাম্যমাণ আদালত কালিয়ায় হাজির করিলে,প্রত্যেক আসামিকে বিজ্ঞ বিচারক এক হাজার টাকা করে জরিমানা করেন।