আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:০৭
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ-নড়াইলের রূপগঞ্জ এলাকায় হাতিরবাগান বাসস্ট্যান্ড থেকে ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার দুপুরে (১২ অক্টোবর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাত ১১টার দিকে এসআই সেলিম রেজার নেতৃত্বে ৪০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি নড়াইল শহরের মহিষখোলা এলাকার প্রাইভেটকার ও মাইক্রোবাস চালক আলমগীর হোসেন (৪২) এবং পাশের লস্করপুর গ্রামের জেএসএ (থ্রি-হুইলার) চালক সবুজ মোল্যাকে (৪০) আটক করা হয়। এরা দু’জনে গাড়ি চালকের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। আটককৃতরা যশোরের বেনাপোল থেকে ব্যাগে করে ফেনসিডিল গুলো নড়াইলে নিয়ে আসছিল। পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, নড়াইল জেলাকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধ পরিকর। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |