- প্রচ্ছদ
-
- খুলনা
- নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ১
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ১
প্রকাশ: ১৭ মার্চ, ২০২৩ ১২:০৮ অপরাহ্ণ
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিনড়াইলে ইয়াবা ও গাঁজাসহ শিমুল শেখ (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতারকরেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৬ মার্চ) দিনগত রাতে জেলারসদর উপজেলার মির্জাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল ডিবি পুলিশের ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুল ইসলাম। গ্রেফতারকৃত শিমুল শেখ নড়াইল সদরউপজেলার মির্জাপুর গ্রামের মতলেব শেখের ছেলে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম জানান, গোপন সংবাদ
পেয়ে মাদক ব্যবসায়ী শিমুল শেখকে মির্জাপুর থেকে গ্রেফতার করা হয়েছে। এ
সময় তার কাছ থেকে দেড়শ পিস ইয়াবা এবং তার নিজ বসতঘরের মেঝেতে মাটিতে
পুঁতে রাখা ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে মামলা
প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানা গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা
Please follow and like us:
20 20