উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:নড়াইলে ইয়াবাসহ আল-মামুন সরদার (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (১৮ মার্চ) গভীর রাতে জেলার নড়াগাতি থানার মহাজন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
নড়াইল ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার মামুন লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামের মৃত-আবু সাঈদ সরদারের ছেলে। এছাড়াও তিনি খুলনা জেলার কয়রা থানায় মাদক মামলার এজাহারভুক্ত আসামি।
ওসি মো.সাজেদুল ইসলাম বলেন, গোপন সংবাদ পেয়ে মাদক কারবারি আল-মামুন সরদারকে নড়াগাতি থানার মহাজন বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২শ ১০ পিস ইয়াবা জব্দ করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।