- প্রচ্ছদ
-
- অপরাধ
- নড়াইলে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১
প্রকাশ: ২২ জানুয়ারি, ২০২২ ১১:০৫ পূর্বাহ্ণ
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইল ডিবি পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ যশোরের মাদক ব্যবসায়ী গ্রেফতার।
শনিবার (২২ জানুয়ারি) নড়াইল ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালীন সময়ে সকাল ৮ ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার প্রবীর কুমার রায়’র নির্দেশনার পুলিশ পরিদর্শক (ওসি ডিবি) শিমুল কুমার দাস এর তত্ত্বাবধানে এসআই সঞ্জীব ঘোষ সঙ্গীয় ফোর্স কনস্টেবল মোঃ হৃদয়, সুব্রত কুমার, মোঃ ইমরান হোসাইন ও রাকিব সহ নড়াইল সদর থানাধীন মাইজপাড়া ইউনিয়নের পোড়াডাঙ্গা গ্রামস্থ ব্রিজের উত্তর পাড়ে মাদকদ্রব্য (গাঁজা) ক্রয়-বিক্রয়ের সময় মাদক ব্যবসায়ী মোঃ তাগবির ইসলাম (২২), পিতা- এনায়েত সরদার, গ্রাম -ধলগ্রাম, থানা বাঘারপাড়া, জেলা- যশোরকে গ্রেপ্তার করেন এবং তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ০১ (এক) কেজি মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করেন। মাদক ব্যবসায়ীকে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে কোর্টে সোপর্দ করা হয়েছে।
Please follow and like us:
20 20