- প্রচ্ছদ
-
- খুলনা
- নড়াইলে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শপথ অনুষ্ঠিত
নড়াইলে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শপথ অনুষ্ঠিত
প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২১ ৫:৫৭ অপরাহ্ণ
উজ্জ্বল রায়, নড়াইল থেকে :নড়াইলের নূর মোহম্মদ ষ্টেডিয়াম মাঠ জনসমুদ্রে পরিনত হয়। উদ্দেশ্য একটাই। স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষে সমগ্র দেশবাসিকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শপথবাক্য পাঠ করানো হয়। বিকেল ৪টায় ভার্চুয়ালের মাধ্যমে এই শপথবাক্য পাঠ করান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা,বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসনের আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত থেকে এ শপথবাক্য পাঠ করান।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আসাদ-উজ-জামান মুন্সী, পৌরমেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ফকরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবাশিষ চৌধূরী, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম
Please follow and like us:
20 20