উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:-নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ী ইউনিয়নে এক পরাজিত মেম্বর প্রার্থী কামরুল ফকির (৫০)কে কুপিয়ে মারাত্মক আহত করেছে দুবৃর্ত্তরা। দিবাগত রাত ৯টার দিকে ইউনিয়নের সুমেরুখোলা গ্রামে একটি চায়ের দোকানের সামনে ওই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। কামরুল একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সুমেরুখোলা গ্রামের বাসিন্দা। তৃতীয় দফা ইউপি নির্বাচনে তিনি ওই ওয়ার্ড থেকে মোরগ প্রতীক নিয়ে মেম্বার পদে নির্বাচন করে টিউবওয়েল প্রতীকের মনিরুল ইসলামের কাছে পরাজিত হন। পুলিশ সূত্রে জানা যায়, আহত কামরুল ইউপি নির্বাচনে হেরে গিয়ে বিজয়ী প্রার্থী মনিরুল ইসলামের দুই সর্মাথককে গালি গালাজ করেন ও মারতে যান। এ ঘটনার জের ধরে বিজয়ী মেম্বার মনিরুল ইসলামের সর্মাথকরা রাত ৯টার দিকে সুমেরুখোলা গ্রামে মহানন্দ বিশ্বাসের চায়ের দোকানের সামনে কামরুল ফকিরকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয়ারা তাকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে পাঠায়। উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।কালিয়া থানার পরিদর্শক (অপেরেশন) আব্দুল গফুর বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। তবে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। হামলাকারীদের গ্রেফতার চেষ্টা চলছে।