- প্রচ্ছদ
-
- অপরাধ
- নড়াইলে পল্লীতে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০জন আহত
নড়াইলে পল্লীতে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০জন আহত
প্রকাশ: ১১ অক্টোবর, ২০২০ ১২:২৬ অপরাহ্ণ
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ -পূর্ব বিরোধের জেরে নড়াইলে এক ঘের ব্যবসায়ীর পা কুপিয়ে কেটে দিয়েছে প্রতিপ’ক্ষরা। এর জেরে বিবাদমান দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে। রবিবার (১১ অক্টোবর) ভোরে কালিয়া উপেজেলার রঘুনাথপুরের এ ঘ’টনায় ঐ ঘের ব্যবসায়ীসহ গুরুত্বর দু’জনকে খুলনা মে’ডিকেল কলেজ হাসপা’তালে নেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বি’স্তার নিয়ে রঘুনাথপুর গ্রামের এনাম মেম্বার ও সাবু মোল্যা পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরো’ধ চলছে। চলমান এ বিরো’ধের এক পর্যায়ে শনিবার সন্ধ্যায় সাবু মোল্যার প’ক্ষের তছলিম মোল্যা হামলার শিকার হয়। এনাম মেম্বারের নেতৃত্বে পরিক’ল্পিত ভাবে ধারালো অস্ত্র শ’স্ত্র নিয়ে তার ডান পা কুপিয়ে কেটে দেয়া সহ শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক কুপিয়ে গুরুত্বর যখ’ম করা হয়।
এর জেরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষে অন্তত ১০জন আহত হয়। আহ’তদের উদ্ধার করে নড়াইল সদর হাসপা’তালে নেয়া হলে চিকি’ৎসক তছলিত ও মহসিন মোল্যাকে প্রাথমিক চিকি’ৎসা দিয়ে উন্নত চিকি’ৎসার জন্য খুলনা মেডিকেলে স্থানান্তর করেন। বাকিদের স্থানীয়ভাবে চিকি’ৎসা দেয়া হয়েছে।
Please follow and like us:
20 20