- প্রচ্ছদ
-
- অপরাধ
- নড়াইলে পল্লীতে প্রতিপক্ষের হামলায় গৃহবধূসহ আহত ৩
নড়াইলে পল্লীতে প্রতিপক্ষের হামলায় গৃহবধূসহ আহত ৩
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২০ ১:১৫ অপরাহ্ণ
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া পৌরসভার চোরখালী গ্রামে প্রতিপক্ষ
গ্রæপের হামলায় গৃহবধূসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে।সূত্রে জানা যায, চোরখালী গ্রামের খায়রুল শেখ (৪০) লোহাগড়ায় যাওয়ার পথে
একই গ্রামের অহিদ মোল্ল্যার ছেলে মুসতাকিন (২৭),বাবুলের ছেলে তুহিন (২১),আলমগীর শেখের ছেলে বাহাদুর শেখ(২৪) কচি শেখের ছেলে ইউনুচ শেখ (২৩) ও তাদের দলীয় ৫/৬ জন খায়রুলের মোটরসাইকেলের গতিরোধ করে লাঠিশোঠা দিয়ে বেধড়ক মারপিট করলে খায়রুল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার চিৎকারে ওই গ্রামের মফিজুর রহমানের স্ত্রী নাহার বেগম (৩০) ও দাউদ সরদারের স্ত্রী
সিমা বেগম (৩৫) ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা তাদেরকেও মারপিট করে। এ সময় স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে।লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মদিনা মনোয়ার বলেন আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া
হচ্ছে।লোাহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Please follow and like us:
20 20