- প্রচ্ছদ
-
- অপরাধ
- নড়াইলে পাওনা টাকা চাইতে গিয়ে খুন গ্রেফতার ২
নড়াইলে পাওনা টাকা চাইতে গিয়ে খুন গ্রেফতার ২
প্রকাশ: ২৩ আগস্ট, ২০২১ ৪:৫৬ অপরাহ্ণ
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি, নড়াইল থেকে: পাওনা টাকা চাইতে গিয়ে সৈয়দ আলী শেখ (১৮) নামে এক যুবক খুন হয়েছেন। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের হলদাহ গ্রামের আজিজার শেখের ছেলে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে থেকে ঢাকায় নেয়ার পথে রবিবার (২২ আগস্ট) সন্ধ্যা পৌনে সাতটার দিকে তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। ব্যবসায় লোকসান, গরু ব্যবসায়ীর আত্মহত্য পারিবারিক সূত্রে জানা গেছে, সৈয়দ আলী পার্শ্ববর্তী লাহুড়িয়া ইউনিয়নের কামারগ্রামের নাসির শেখের বাড়িতে দিনমজুরের কাজ করতেন। নাসির শেখের কাছে সৈয়দ আলীর মজুরির এক হাজার পাওনা ছিলো। ঐ পাওনা টাকা চাইতে শনিবার (২১ আগস্ট) রাত আটটার দিকে নাসিরের বাড়িতে যান সৈয়দ আলী। পাওনা টাকা চাইলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে নাজমুলের পরিবারের লোকজন সৈয়দ আলীকে কোপায় ও পেটায়। এ সময়ে ঠেকাতে গিয়ে আহত হন কামারগ্রামের তিনজন। আহতদের লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরবর্তীতে সৈয়দ আলীর অবস্থার অবনতি ঘটায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরো অবনতি হলে রবিবার তাকে ঢাকায় নেয়া পথে তার মৃত্যু হয়। লোহাগড়া থানা ওসি শেখ আবু হেনা মিলন জানান, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।
Please follow and like us:
20 20