- প্রচ্ছদ
-
- খুলনা
- নড়াইলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৬
নড়াইলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৬
প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২৩ ১০:২২ পূর্বাহ্ণ
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: :নড়াইলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ছয়জন। নড়াইলের বিভিন্ন মামলায় কারাদণ্ডপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামিসহ ৬ জনকে গ্রেপ্তার করে জেলা পুলিশ। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, চেক জালিয়াতি মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মনিরুল ইসলাম(৪৫) কে তার নিজ বাড়ি থেকে আটক করে লোহাগড়া থানা পুলিশ। সে অত্র উপজেলার দেবী গ্রামের জনৈক আব্দুস শুকুরের ছেলে। অপর এক অভিযানে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি সাহাজান মোল্যাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। সে সদর উপজেলার আদমপুর গ্রামের জনৈক মনা মিয়ার ছেলে। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানা মূলে সদর থানাধীন বল্লারটোপ গ্রামের মুন্না শেখ ওরফে শামীম, কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের আবু হুরায়রা, নড়াগাতি থানাধীন পার বাঐসোনা গ্রামের তরিকুল ইসলাম ও কালিনগর এলাকার বাসিন্দা ওহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলার পুলিশ সুপার নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
Please follow and like us:
20 20