- প্রচ্ছদ
-
- খুলনা
- নড়াইলে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিদ্যার দেবীকে আহবান
নড়াইলে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিদ্যার দেবীকে আহবান
প্রকাশ: ৫ ফেব্রুয়ারি, ২০২২ ১:৫০ অপরাহ্ণ
উজ্জ্বল রায়, নড়াইল থেকে:-নড়াইলে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিদ্যার দেবীকে আহবান। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/ বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহ তুতে’ সনাতন ধর্মাবলম্বীরা এই মহামন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা আনুষ্ঠানিকতা শুরু হবে।এই উৎসবের পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্ত। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানাবেন ভক্তরা। সনাতন ধর্মাবলম্বীদের মতে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন। দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোক, বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। প্রতিবছর ন্যায় এবারও জাগ্রত সনার্তন গীতা সংঘের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে সরস্বতী মায়ের পুজার বিশেষ আয়োজন । শুক্রবার বিকাল অধীবাস, শনিবার সকাল ১১টায় পুষ্পার্ঘ্য অর্পণ ও দুপুর মহাপ্রসাদ বিতরণ দিয়ে সম্পূর্ণ করবেন সরস্বতী পুজা।যেখানে অংশগ্রহণ করেছেন জাগ্রত সনাতন গীতা সংঘের ছাত্রছাত্রী ও সকল হিন্দু ধর্মাবলম্বীরা।
Please follow and like us:
20 20