উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধিঃ- নড়াইলে বিএনপির আহবায়ককে কুপিয়ে জখম এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপির আহবায়ক জিএম নজরুল ইসলামকে (৬২) কুপিয়ে জখম করেছে দলীয় প্রতিপক্ষরা। রোববার (২৯আগস্ট) বেলা ১১টার দিকে লোহাগড়া-লাহুড়িয়া সড়কের মরিচপাশা বাজার এলাকায় এ ঘটনা ঘেেট। আহত নজরুলকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতানকে (৪৭) লোহাগড়া হাসপাতাল চত্বর থেকে আটক করেছে পুলিশ। জেলা ও উপজেলা বিএনপির একাধিক নেতা জানান, গ্রামের বাড়ি লাহুড়িয়া থেকে লোহাগড়ায় আসার পথে মরিচপাশা এলাকায় পৌঁছালে নজরুল ইসলামের মোটরসাইকেলের গতিরোধ করে দলীয় (বিএনপি) প্রতিপক্ষরা। এরপর ধারালো অস্ত্র দিয়ে নজরুলের শরীর কুপিয়ে রক্তাক্ত করে তারা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন জানান, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা টিপু সুলতানকে আটক করা হয়েছে।