- প্রচ্ছদ
-
- খুলনা
- নড়াইলে বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন থেকে নাম প্রত্যাহার করতে অনুরোধ করেন অচিন কুমার চক্রবর্ত্তী!
নড়াইলে বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন থেকে নাম প্রত্যাহার করতে অনুরোধ করেন অচিন কুমার চক্রবর্ত্তী!
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২১ ৪:১৬ অপরাহ্ণ
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে ভদ্রবিলা ইউনিয়নে নির্বাচনী বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকালে ভদ্রবিলা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে মিরাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভারপ্রাপ্ত সভাপতি নিরাপদ কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন নড়াইল সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অচিন কুমার চক্রবর্ত্তী।
স্বাগত বক্তব্য দেন ভদ্রবিলা ইউনিয়নে আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতিকের
প্রার্থী সৈয়দ আবিদুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন ভদ্রবিলা ইউনিয়ন
আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি আল ইমাম,সিকদার তোফায়েল আহম্মেদ সহ সকল
ওয়ার্ডের আওয়াশীলীগের সভাপতি সম্পাদক বৃন্দরা। বর্ধিত সভা সঞ্চালনা করেন
ভদ্রবিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আওয়ামীলীগের মনোনয়ন
প্রত্যাশি খায়রুজ্জামান ফকির।
স্বাগত বক্তব্যে সৈয়দ আবিদুল ইসলাম বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন
যেন আমি ভদ্রবিলা ইউনিয়নের জনগনের সেবা করতে পারি। আমার ব্যক্তিগত চাওয়া
পাওয়া নাই।আপনারা আমাকে নৌকা প্রতিকে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ
হাসিনার উন্নয়ন ধারা অব্যাহত রাখবেন। তিনি আরো বলেন আপনারা আমাকে যদি
নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে আমি ইনশাল্লাহ ভদ্রবিলা ইউনিয়নকে মডেল ইউনিয়ন গড়তে চেষ্টা করে যাব।
প্রধান অতিথির বক্তব্যে অচিন কুমার চক্রবর্ত্তী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদর উপজেলায় যাদের নৌকা প্রতিক দিয়েছেন তাদের বিপক্ষে যে সকল বিদ্রোহী প্রার্থী এখনো নির্বাচন থেকে নাম প্রত্যাহার করেননি তাদের প্রতি অনুরোধ তারা আগামী ২৬ তারিখের মধ্যে নাম প্রত্যাহার করুন। তানাহলে আগামী ২৭ তারিখের সদর উপজেলার আওয়ামীলীগের বর্ধিত সভায় তাদের জন্য খারাপ খবর অপেক্ষা করছে।
Please follow and like us:
20 20