- প্রচ্ছদ
-
- অপরাধ
- নড়াইলে ব্যবসায়ীকে গুলি করে লাখ টাকা ছিনতাই
নড়াইলে ব্যবসায়ীকে গুলি করে লাখ টাকা ছিনতাই
প্রকাশ: ৭ এপ্রিল, ২০২১ ৬:২৬ পূর্বাহ্ণ
উজ্জ্বল রায় (নড়াইল জেলা) প্রতিনিধি:- নড়াইলে মুজিবর রহমান শেখ (৫০) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে গুলি করে লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে শহরের ধোপাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মুজিবর রহমান শহরের ধোপাখোলা এলাকার মৃত সামাদ শেখের ছেলে।
গুলিবিদ্ধ মুজিবর রহমান শেখ জানান, মঙ্গলবার বিকেলে ৪-৫ জন লোক মোটরসাইকেলে এসে আমার কাছে চাঁদা দাবি করেন। তারা সবাই মুখোশ পরিহিত ছিলেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় তারা আমার পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেন ও পিস্তল দিয়ে পায়ে গুলি করেন। পরে ক্যাশে থাকা লক্ষাধিক টাকা নিয়ে চলে যান।
পুলিশ জানায়, মুজিবর রহমানের হাঁটুতে গুলি লেগেছে। পাশাপাশি তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Please follow and like us:
20 20