আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১০:৩৬
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ-নড়াইলে জনভোগান্তী লাঘবে কর্দমাক্ত, ভাঙ্গাচুরা রাস্তা সংস্কারের ব্যতিক্রমী উদ্যোগ নিলো পুলিশ। সদর পৌর কার্যালয়ের সামনের ব্যস্ততম সড়কের চলাচল অনুপযোগী অন্তত ২শ মিটার রাস্তা সংস্কারে সদর থানার পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, সড়কের বিভাগের অধীন নড়াইল-মাগুরা মহাসড়কে শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে সড়ক অফিস পর্যন্ত বিভিন্ন অংশে দীর্ঘদিন যাবত বেহাল অবস্থা বিরাজ করছে।
বৃষ্টি হলে এর অন্তত ২শ মিটার অংশ কাঁদাজলে মাখামাখি হয়ে চলাচলের অনুপযোগি হয়ে পড়ে। অথচ সদর পৌর কার্যালয়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ষ্টেডিয়াম, পুলিশ সুপারের কার্যালয়, এন এস আই জেলা কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ অনেক সরকারি দপ্তরে যাতায়াতের এটিই এক মাত্র পথ। এ অবস্থায় জনভোগান্তীর বিষয় বিবেচনা করে সদর থানা পুলিশ এটি সংস্কারে এগিয়ে আসে। পুলিশের এই উদ্যোগে ৪ জুলাই রোববার বিকালে ইট সরবরাহ করে পাশে দাঁড়ায় স্থানীয় ইটভাটা মালিকরা। নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপি এম (বার) এর উপস্থিতিতে দুপুরে এ কার্যক্রমের শুরুতে সদর থানার অফিসার ইনচার্য ওসি মো: শওকত কবীর, ওসি অপারেশন শিমুল কুমার দাস, ট্রফিক ইন্সপেক্টর আনন্দ চঁন্দ্র রায় ইটভাটা মালিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সুপার (এসপি) প্রবীর কুমার রায় পিপি এম (বার) বলেন, একটু বৃষ্টি হলেই এই রাস্তায় পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। আমরা ভাটা মালিকদের সহায়তায় মানুষ যাতে একটু ভালোভাবে চলাচল করতে পারে সেই ব্যবস্থা করেছি। আমাদের এই উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |