- প্রচ্ছদ
-
- খুলনা
- নড়াইলে ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মেয়র প্রার্থী হুর জাহান বেগমের পক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলে ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মেয়র প্রার্থী হুর জাহান বেগমের পক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২০ ১১:০৯ পূর্বাহ্ণ
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে নড়াইল পৌরসভার প্রয়াত মেয়র মোঃ জাহাঙ্গির বিশ্বাসের স্ত্রী আওয়ামীলীগের মেয়র প্রার্থী হুর জাহান বেগমের পক্ষে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নড়াইল পৌর বাসীর আয়োজনে প্রয়াত মেয়র মোঃ জাহাঙ্গীর বিশ্বাসের স্ত্রী মেয়র প্রার্থী হুর জাহান বেগমের সমর্থকরা এ কর্মসুচি পালন করে। শনিবার বিক্ষোভ মিছিলটি শহরের নড়াইল পৌরসভার প্রয়াত মেয়র মোঃ জাহাঙ্গির বিশ্বাসের অফিস চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুরাতন বাস টার্মিনাল এলাকায় অবস্থিত জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চে এসে শেষ হয়। পরে ঐ স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা,নড়াইল পৌর সভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল বিশ্বাস, যুব লীগের যুগ্ম আহবায়ক মোঃ মাফজুর রহমান,জাতীয় মহিলা সংস্থা, নড়াইলের চেয়ারম্যান সালমা রহমান কবিতা, সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টুসহ অনেকে।
বক্তারা কৃষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভেঙ্গেছে তারা স্বাধীনতা যুদ্ধকে মেনে নিতে পারেনি। দেশের চলমান উন্নয়নও তারা মেনে নিতে পারছে না। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে হেফাজতের আস্ফালন দেশেকে অস্থিতিশীল করার পায়তারা চলছে। নড়াইল পৌরবাসী অতীতেও রাজপথে থেকে মোকাবেলা করেছে। বর্তমানেও করবে।’ এ সময় ভাস্কর্য ভাংচুরের ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয় এবং জননেত্রী শেখ হাসিনার একনিষ্ঠ কর্মি প্রয়াত মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের অসমাপ্ত কাজ শেষ করার জন্য এবং বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রয়াত মেয়রের স্বপ্নের ডিজিটাল নড়াইল পৌরসভা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে আসন্ন পৌনসভা নির্বাচনে প্রয়াত মেয়রের স্ত্রী হুর জাহান বেগমকে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন দেয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান।
এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে নড়াইল পৌর এলাকার কয়েক হাজার মানুষ অংশগ্রহন করেন।
Please follow and like us:
20 20