উজ্জ্বল রায়, নড়াইল থেকে:- নড়াইলে ভিজিএফ’এর চাল আত্মসাত কাশিপুর ইউপি চেয়ারম্যান সহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা। ভিজিএফ’এর চাল আত্মসাতের ঘটনা সত্যতা প্রমাণিত হওয়ায় নড়াইলের লোহাগড়ার কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: মতিয়ার রহমানসহ ৩জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে।
বৃহস্পতিবার যশোর বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালতে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক মোহাঃ মোশাররফ হোসেন মামলাটি করেন। মামলা নং-১৫/২০২২ এ মামলার অন্য আসামীরা হলেন লোহাগড়া খাদ্যগুদামের প্রাক্তন ভারপ্রাপ্ত কর্মকর্তা বর্তমান ঝিনাইদহ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরান হোসেন (৪১) এবং উপজেলার শারুলিয়া গ্রামের মোঃ মুজিবুর রহমানের ছেলে চাউল ব্যবসায়ী মোঃ শাহাবুর রহমান (৩২)।
এ বিষয়ে কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: মতিয়ার রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করলেও কথা বলা সম্ভব হয়নি।