উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ-নড়াইলে মানবসেবা সংগঠন, এর উদ্যোগে চাকই ও রুখালী গ্রামের সবকয়টি বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস ও কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রাঙ্গণে পরিবেশ ও সৌন্দর্য বৃদ্ধির জন্য বকুল ফুলের চারা রোপন করা হয়। আজ আজকের এ কর্মসূচীতে সরাসরি ও ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ ও বাজার কমিটির নেতৃবৃন্দ, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ,শিক্ষা ও সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি।কয়েকজনের নাম উল্লেখ করে কৃতজ্ঞতা স্বীকার করছি-ভার্চুয়াল মাধ্যমে বিএম আলফাজ ও শেখ রুবেল হোসেন, রুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জী,এম মফিজুর রহমান, কর্মচারী- শেখ আরিফুল ইসলাম, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য গাজী হাফিজুর রহমান ও গ্রাম পুলিশ আনারুল ইসলাম, চাকই মোল্যার হাট বাজার কমিটির সভাপতি ও চাকই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শেখ ইদ্রিস আলী, সাবেক ইউপি সদস্য মাজাহারুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা জী, এম সালাউদ্দিন।সংগঠনের যে সকল সদস্য বৃক্ষ পরিবহন, রোপন সার্বিক কর্মকান্ডে প্রতক্ষভাবে অংশগ্রহণ করেছেন-জহির রায়হান, মুছা ইব্রাহিম, আলামিন শেখ,জী,এম মুস্তাফিজুর রহমান, চন্দন বিশ্বাস, মতিউর শেখ, মেহেদী হাসান রিয়াজ, খলিলুর রহমান, রাসেল বিশ্বাস ও মোঃ হাবিবুল্লাহ আল মামুন।