- প্রচ্ছদ
-
- খুলনা
- নড়াইলে মুজিববর্ষ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতার প্রস্তুতিমুলক চিত্রাংকন অনুষ্ঠিত
নড়াইলে মুজিববর্ষ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতার প্রস্তুতিমুলক চিত্রাংকন অনুষ্ঠিত
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২০ ৮:১৪ পূর্বাহ্ণ
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলে মুজিববর্ষ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতার প্রস্তুতিমুলক চিত্রাংকন অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বেনাহাটি গ্রামের এস এম সুলতানের উপর ভারতে
পিএসডি করার শিক্ষার্থী চিত্রশিল্পী বিপ্লব গোস্বামীর আয়োজনে এ চিত্রাংকন
হয়। শতাধিক শিশু শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে। এ সময় আরো
উপস্থিত ছিলেন কাকলী চিত্রকলা সংগীত একাডেমীর সুরনজন কুমার সুপ্ত,
হাতিয়াড়া নিত্যরন্জন সংগীত একাডেমীর পরিচালক কল্লোল গোস্বামী,পলাশি
ভাদ্রো প্রমূখ।
Please follow and like us:
20 20