উজ্জ্বল রায় (জেলা প্রতিনিধি) নড়াইল থেকে:-নড়াইল-গোবরা সড়কের কাড়ারবিল এলাকায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইশতিয়াক মোহাম্মদ আজিজ ওরফে নিপুন (৪৫) নামে এক যু্বক নিহত হয়েছেন। শনিবার (২৪ জুলাই) ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
নিহত নিপুন নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল গ্রামের শেখ আজিজুল হক আজিজের ছেলে। বর্তমানে নড়াইল শহরের ভাদুলীডাঙ্গা এলাকায় বসবাস করতেন তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (২৩ জুলাই) বিকেল ৪টার দিকে নড়াইল-গোবরা সড়কের কাড়ারবিল এলাকায় নিপুন ও অপর মোটরসাইকেল আরোহীর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে দু’জনই আহত হন। এর মধ্যে গুরুতর আহত নিপুন খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নড়াইল সদর থানার ওসি শওকত কবির জানান, সড়ক দুর্ঘটনায় আহত নিপুন শনিবার ভোরে মারা গেছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।