- প্রচ্ছদ
-
- খুলনা
- নড়াইলে মোটর সাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
নড়াইলে মোটর সাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২১ ১১:৫০ পূর্বাহ্ণ
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ায় মোটর সাইকেল দুর্ঘটনায় তানভীর আহমেদ তপু নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সে পৌরসভার নিউ লোহাগড়া এলাকার স্কুল শিক্ষক শিকদার মহব্বত হোসেনের ছেলে এবং লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের একজন এসএসসি পরীক্ষার্থী । গতকাল (মঙ্গলবার) এ দূর্ঘটনা ঘটে। জানা গেছে, লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র এসএসসি পরীক্ষার্থী তানভীর আহমেদ তপু (১৭) সহ তিন বন্ধু একটি মোটর সাইকেলে করে মঙ্গলবার বিকালে বাড়ি থেকে ঘুরতে বের হয়। তারা উপজেলার সিডি বাজার হয়ে চাচই প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছালে একটি ট্রাক তাদেরকে পিছন থেকে ধাক্কা দেয়। এ সময় মোটর সাইকেল চালক রাফিউল, পেছনে বসে থাকা দুই বন্ধু আল-আমিন ও তপু মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আহত তপুর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় পৌছালে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তপুর পিঠের ও পায়ের হাড় ভেঙ্গে যায় এবং পুরুষাঙ্গে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। আহত অন্য দুই বন্ধু আল-আমিন ও রাফিউল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ীতে ফিরে যায়। এ দিকে তপুর মৃত্যুর সংবাদ শুনে বিদ্যালয়ের সহপাঠি ও শিক্ষকবৃন্দসহ প্রতিবেশি ও স্বজনেরা তার বাড়ীতে ছুটে আসেন এবং সকলের মাঝে শোকের ছায়া নেমে আসে। লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান বলেন, তপু মানবিক বিভাগের একজন মেধাবী ছাত্র, দশম শ্রেনীতে রোল নং ৪ ছিলো এবং তার এ বছর বিদ্যালয়ের এসএসসি
Please follow and like us:
20 20