- প্রচ্ছদ
-
- খুলনা
- নড়াইলে যাত্রীবাহী বাসের চাকায় পৃষ্ট হয়ে রাধা রানী সাহার মৃত্যু
নড়াইলে যাত্রীবাহী বাসের চাকায় পৃষ্ট হয়ে রাধা রানী সাহার মৃত্যু
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:০৫ পূর্বাহ্ণ
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:-নড়াইলে যাত্রীবাহী বাসের চাকায় পৃষ্ট হয়ে রাধা রানী সাহার মৃত্যু। নড়াইল সদর উপজেলার আদমপুর এলাকায় যাত্রীবাহী বাসের চাকায় পৃষ্ট এক নারী নিহত হয়েছেন। নড়াইল-মাইজপাড়া সড়কের আদমপুর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, নিহতের নাম রাধা রানী সাহা (৫০)। তিনি সদর উপজেলার আদমপুর গ্রামের মৃত কালি পদ সাহার মেয়ে। তিনি তার পিতার বাড়িতে বসবাস করতেন।
বাসচাপায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাহমুদুর রহমান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১ টার দিকে নিহত রাধা রানী সাহা আদমপুর বটতলাস্থ উত্তম সাহার দোকান থেকে লবণ কিনে বাড়ির দিকে ফিরছিলেন। এ সময় মাগুরা থেকে নড়াইল অভিমুখী যাত্রীবাহী বাস পিছন দিক থেকে ধাক্কা দিলে চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তবে বাসটি পালিয়ে যায়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শনিবার (১১ ফেব্রুয়ারি) মৃতদেহ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Please follow and like us:
20 20