- প্রচ্ছদ
-
- খুলনা
- নড়াইলে শেখ রাসেল ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ
নড়াইলে শেখ রাসেল ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ
প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২১ ৩:৪০ অপরাহ্ণ
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:-নড়াইলে বিভিন্ন আয়োজনে শেখ রাসেল দিবস-২০২১ পালিত হয়েছে। আজ সোমবার (১৮ অক্টোবর) দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অস্থায়ী শেখ রাসেল ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, জাতীয়ভাবে সম্প্রচারিত অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে সম্প্রচার, শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, প্রেজেন্টেশন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রস্তুতকৃত প্রেজেন্টেশন প্রদর্শন, অদম্য আত্মবিশ্বাস প্রতিপাদ্যের উপর সেমিনার ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এছাড়াও জেলা শিশু একাডেমি, নড়াইল পৌরসভাসহ বিভিন্ন সরকারি , বেসরকারি প্রতিষ্ঠান কেক কাটা, চিত্রাংকন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির গ্রহন করে।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অস্থায়ী শেখ রাসেল ম্যুরালে জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, গণপূর্ত বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
Please follow and like us:
20 20