- প্রচ্ছদ
-
- অপরাধ
- নড়াইলে সাবেক ইউপি সদস্যর বাড়ি থেকে বিপুল পরিমাণ গান পাউডারসদৃশ বস্তু উদ্ধার
নড়াইলে সাবেক ইউপি সদস্যর বাড়ি থেকে বিপুল পরিমাণ গান পাউডারসদৃশ বস্তু উদ্ধার
প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২১ ৫:৪৬ অপরাহ্ণ
উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি : –নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গান পাউডারসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। একই সাথে উদ্ধার হয়েছে ব্রিটিশ আমলের সিমানা পিলার।
গতরাত সাড়ে ১১টার দিকে কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের মাধবপাশা গ্রামের ফজলুর রহমান মৃধার ছেলে সাবেক ইউপি সদস্য আশরাফুল মৃধার বাড়ি থেকে এ সকল বস্তু উদ্ধার করে কালিয়া থানা পুলিশের একটি দল।
উদ্ধার অভিযান পরিচালনা করেন নড়াইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণবকুমার সরকার।
তিনি বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে,আসামি সাবেক ইউপি সদস্য আশরাফুল মৃধা দীর্ঘদিন যাবত অবৈধ সীমান পিলার সংগ্রহ ও বিক্রির সাথে জড়িত। উদ্ধার অভিযানে আমরা তার বাড়ি থেকে বোমা তৈরির গান পাউডারসদৃশ বস্তু এবং ব্রিটিশ আমলের একটি সীমানা পিলার উদ্ধার করি। তবে অভিযুক্ত ব্যক্তি আমাদের অভিযান টের পেয়ে পালিয়ে যায়।’
সীমানা পিলারের গায়ে ব্রিটিশ আমলের লেখা B T E C 1818 লেখা রয়েছে বলে তিনি জানান।
এ ঘটনায় কালিয়া থানায় বিশেষ ক্ষমতায় বিস্ফোরক দ্রব্য আইনে ইউপি সদস্য আশরাফুল মৃধার নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এর আগেও ইউপি সদস্য আশরাফুলের নামে কালিয়া থানায় পাঁচটি মামলা চলমান রয়েছে বলে জানান কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া।
Please follow and like us:
20 20