- প্রচ্ছদ
-
- খুলনা
- নড়াইলে সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা শরীফ খসরুজ্জামানের মৃত্যুবার্ষিকী পালিত
নড়াইলে সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা শরীফ খসরুজ্জামানের মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশ: ১৯ জুলাই, ২০২১ ৪:৪৩ অপরাহ্ণ
উজ্জ্বল রায় জেলা প্রতিনিধি নড়াইল থেকে: – নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা শরীফ খসরুজ্জামানের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বিকেলে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপিসহ সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। এর মধ্যে লোহাগড়ার জয়পুর ইউনিয়নের বাবরা গ্রামে শরীফ খসরুজ্জামানের কবর জিয়ারত, জীবনভিত্তিক আলোচনা সভা, মসজিদে মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শরীফ খসরুজ্জামান মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলেন। এছাড়া ১৯৯১ এবং ২০০১ অনুষ্ঠিত নির্বাচনে নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। বার্ধক্যজনিত কারণে ২০১৮ সালের ১৮ জুলাই ইন্তেকাল করেন তিনি।
খসরুজ্জামানের দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন-নড়াইল জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতান, সহ-প্রচার সম্পাদক ও লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক সৈয়দ আব্দুস সবুর, বিএনপি নেতা মুসা মোল্যা, জয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান মোল্যা, লোহাগড়া উপজেলা যুবদলের সদস্য সচিব আহাদুজ্জামান বাটু, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী তাইবুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয়-৭১ হল শাখা ছাত্রদলের সভাপতি সোহেল রানা, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মেহেদী হাসানসহ অনেকে।
এ সময় আরো উপস্থিত ছিলেন-লাহুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান টুকু, জয়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা লিটু, মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বিএনপি নেতা অ্যাডভোকেট রহমত উল্লাহ, বিএনপি নেতা পলাশ, লোহাগড়া উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোল্যা তানভীর হোসেন, যুগ্ম-আহবায়ক ইমরুল শিকদার, যুগ্ম-আহবায়ক শাহীন মাহমুদ, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক মুসতাহিদুর রহমান আমিন, যুবনেতা খায়রুল ইসলাম দুলাল, লাহুড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মিল্টন জমাদ্দার, জয়পুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নাজমুল হুদা, নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আলি মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা রিপন সরদার, নড়াইল জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাজু আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আরমান ঠাকুর, সাংস্কৃতিক সম্পাদক আসিফ আরাফাত, আপ্যায়ন বিষয়ক সম্পাদক তাহমিদ রহমান হৃদয়, লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের আহবায়ক ফরহাদ ইসলাম, যুগ্ম-আহবায়ক শরীফ নাঈমুল ইসলাম শাওন, উপজেলা ছাত্রদলের সদস্য রাহাদুল আমিন রবিন, ছাত্রদল নেতা তামিম, প্রজন্ম-৭১ এর যুগ্ম-আহবায়ক নাজমুস সাকিব, মোল্যা দেলোয়ার হোসেনসহ অনেকে।
এছাড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি প্রয়াত আব্দুল কাদের শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
Please follow and like us:
20 20