- প্রচ্ছদ
-
- খুলনা
- নড়াইলে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত
নড়াইলে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত
প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২০ ৩:৩০ অপরাহ্ণ
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:- নড়াইলে সড়ক দুর্ঘটনায় সোহেল রানা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নড়াইল-কালনা সড়কের নাকসী মাদরাসা এলাকায় এই দুর্ঘটনায় ঘটে।
নিহত সোহেল রানা নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ফরিদ শেখের ছেলে। তিনি নড়াইলের রূপগঞ্জ বাজারে ‘সোহাগ স্টিল’ নামে একটি দোকানে বাক্স তৈরির কাজ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কাজ শেষে রাত দশটার দিকে মোটরসাইকেলে তিনি বাড়ি ফিরছিলেন। পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইল-কালনা সড়কের নাকসী মাদরাসা এলাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা মাটিবাহী একটি ট্রলির সঙ্গে ধাক্কা দেন সোহেল রানা। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শনিবার (২৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে। নড়াইল সদর থানার অফিসার ইনর্চাজ মো. ইলিয়াছ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
Please follow and like us:
20 20