উজ্জ্বল রায়, নড়াইল থেকে:নড়াইলের লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় ঢাকা বাংলা বাজারের এক বই ব্যবসায়ী হাসান পারভেজ (৪৪) নিহত হয়েছে। এ সময় তার সাথে থাকা প্রবাসী বন্ধু মশিয়ার রহমান ভূইয়া গুরুতর আহত হয়েছে। বুধবার ২৯ ডিসেম্বর সন্ধ্যায় লোহাগড়া কালনা সড়কের মাইটকুমড়া এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার চরশালনগর গ্রামের আতিয়ার রহমানের ছেলে ঢাকা বাংলা বাজার এলাকার বই ব্যবসায়ী হাসান পারভেজ বাড়ীতে এসে প্রবাসী বন্ধু নিউ লোহাগড়ার হিরু ভূইয়ার ছেলে মশিয়ার রহমান ভূইয়াকে সাথে নিয়ে মোটর সাইকেলযোগে মধুমতি নদীর উপর নির্মানাধীন দৃষ্টিনন্দন কালনা সেতু দেখতে যাওয়ার পথে মাইটকুমড়া এলাকায় পৌচ্ছালে গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লেগে তারা দুইজন গুরুত্বর আহত হয়। এসময় এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর নেওয়ার পথে পারভেজ মারা যায়। ও মশিয়ারকে যশোর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোহাগড়া থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।