আজ রবিবার | ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৭শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:০০
উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি :- বোনের বাড়িতে জমির সালিশ দেখতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় আহত নড়াইলের কালিয়া পাঁচগ্রাম ইউনিয়নের পাটেশ্বরী জামে মসজিদের ইমাম আল আমিন শেখ (২৮) এর মৃত্যু ঘটেছে।
শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। তিনি উপজেলার মহিষখোলা গ্রামের বাসিন্দা। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি সন্ত্রাসীদের হামলায় নিহত ইমামসহ ৮ জন আহত হোন। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার মষিখোলা গ্রামের রেজাউল বিশ্বাস ও মাহাবুবুর রহমান কালুর মধ্যে দীর্ঘদিন যাবৎ জমির বিরোধ চলে আসছিলো। এরই মধ্যে মাহাবুবুর রহমান রেজাউলের উঠান দখল করে একটি বাথরুম তৈরী করতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করতে থাকে। বিরোধটি মিমাংশার জন্য গত ১৬ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪ টার দিকে স্থানীয়রা উভয় পক্ষকে নিয়ে সেখানে সালিশ বৈঠকে বসেন। বোনের বাড়ির সালিশ বৈঠক শুনতে ও দেখতে রেজাউলের শ্যালক আল আমিন সেখানে যান। শালিশ বৈঠকের এক পর্যায়ে কথাকাটাকাটির জের ধরে কালু গ্রুপ ও রেজাউল গ্রুপের ওপর হামলা চালালে আল আমিনসহ অন্তত ৮ জন আহত হোন। আহতদেরকে কালিয়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আল আমিনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পর শনিবার সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটিতে নিহতের ভাই লাহু শেখ বাদি হয়ে ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া বলেছেন, মসজিদের ইমাম হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। খুনিদের ধরতে পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:19 AM |
Sunrise | 6:40 AM |
Zuhr | 12:01 PM |
Asr | 3:01 PM |
Magrib | 5:21 PM |
Isha | 6:42 PM |