উজ্জ্বল রায়, নড়াইল থেকে:নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর, দোকানপাট, মন্দির পরিদর্শন করলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ার সাহাপাড়ায় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, মঙ্গলবার (১৯ জুলাই) বিকালে সাহাপাড়ায় ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়ি ঘর, দোকানপাট, মন্দির পরিদর্শন করেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক পংকজ নাথ এমপি, অসীম কুমার উকিল এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি, নড়াইল দুই আসনের সাংসদ মাশরাফি বিন মর্তুজা এমপি, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়জুল হক রোম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব সৈয়দ মশিউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনী আমীন, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ বোরহান উদ্দিন সহ জেলা আওয়ামী লীগ ও উপজেলা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।