উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি, নড়াইল থেকে:- নড়াইলের ১৩টি ইউনিয়নে শান্তি পূর্ণ ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। ভোটে ৮টিতে নৌকা, ৪টিতে স্বতন্ত্র (আ’লীগ) ও ১টিতে স্বতন্ত্র (বিএনপি) নির্বাচিত হয়েছে। ভোটে প্রার্থীরা কে কত ভোট পেলো জানাগেছে, হবখালী ইউনিয়নে টিপু সুলতান (নৌকা) প্রতিকে ৮ হাজার ৯’শ ১৬ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজুল ইসলাম চঞ্চল স্বতন্ত্র (আ’লীগ) ঘোড়া পেয়েছেন ১ হাজার ৭’শ ৮৮ ভোট।
আউড়িয়া ইউনিয়নে এস এম পলাশ (নৌকা) প্রতিক পেয়েছে ৮ হাজার ৬’শ ৩ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অকরাম হোসেন ভূঁইয়া তোতা স্বতন্ত্র (আ’লীগ) আনারস পেয়েছেন ৫ হাজার ৬’শ ৯৬ ভোট।
চন্ডিবরপুর ইউনিয়নে আজিজুর রহমান ভূঁইয়া (নৌকা) প্রতিক পেয়েছে ৬ হাজার ৪’শ ১ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজ্জাদ হোসেন স্বতন্ত্র (আ’লীগ) আনারস পয়েছেন ৩ হাজার ৭’শ ১ ভোট।
সিঙ্গাশোলপুর সাইফুল ইসলাম হিট্টু (নৌকা) প্রতিকে ৫ হাজার ৩’শ ৯৪ ভোট তার নিকট তম প্রতিদ্বন্দ্বী উজ্জ্বল শেখ স্বতন্ত্র(আ’লীগ) আনারস প্রতিকে ৪হাজার ৪’শ ৭৭ ভোট।
শেখহাটি ইউনিয়নে গোলক বিশ্বাস (নৌকা) প্রতিকে ৫ হাজার ৩৬ ভোট তার নিকট তম প্রতিদ্বন্দ্বী বোরহান খান স্বতন্ত্র মটরসাইকেল স্বতন্ত্র পেয়েছে ৩ হাজার ২’শ ৮৩ ভোট।
মাইজপাড়া ইউনিয়নে জসিম মোল্যা (নৌকা) প্রতিকে ৮হাজার ৮’শ ৫৮ ভোট তার নিকট তম প্রতিদ্বান্দ্বী শাফায়েত কীর স্বতন্ত্র মোটরসাইকেল ৪হাজার ২’শ ৩৩ ভোট।
মুলিয়া ইউনিয়নে রবীন্দ্রনাথ অধিকারী (নৌকা) প্রতিকে ৩ হাজার ৯’শ ৮৩ ভোট তার নিকট তম প্রতিদ্বন্দ্বী বিপুল কুমার সিকদার স্বতন্ত্র(আ’লীগ) আনারস ১ হাজার ৬’শ ৩৪ ভোট।
কলোড়া ইউনিয়নে আশিষ কুমার বিশ্বাস (নৌকা) প্রতিকে ৬ হাজার ১’শ ২২ ভোট তার নিকট তম প্রতিদ্বন্দ্বী আব্বাস আলী সরদার স্বতন্ত্র(আ’লীগ) আনারস ৫ হাজার ৮’শ ৮২ ভোট।
শাহাবাদ ইউনিয়নে জিয়াউর রহমান স্বতন্ত্র (আ’লীগ) মোটরসাইকেল প্রতিকে ৩ হাজার ৫’শ ৪৭ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেন পান্না স্বতন্ত্র(আ’লীগ) আনারস পেয়েছে৩ হাজার ৪’শ ৫৪ ভোট।
বাঁশগ্রাম ইউনিয়নে রফিকুল ইসলাম স্বতন্ত্র (আ’লীগ) ঘোড়া রফিকুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ২’শ ৭৩ ভোট তার নিকট তম প্রতিদ্বন্দ্বী নাজমুল আলম স্বতন্ত্র (আ’লীগ) আনারস প্রতিকে পেয়েছেন ৪ হাজার ১৬ ভোট।
ভদ্রবিলা ইউনিয়নে সজিব হোসেন স্বতন্ত্র (আ’লীগ) চশমা প্রতিকে ৩ হাজার ২’শ ৫ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাছির উদ্দিন স্বতন্ত্র(আ’লীগ) আনারস পেয়েছেন ৩ হাজার ১’শ ৯৪ ভোট।
তুলারামপুর ইউনিয়ন টিপু সুলতান স্বতন্ত্র (আ’লীগ) ঘোড়া প্রতিকে ৩হাজার ৮’শ ৯৪ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফুল ইসলাম(আ’লীগ) স্বতন্ত্র আনারস পেয়েছে ৩ হাজার ৪’শ ৯৬ ভোট।
বিছালী ইউনিয়ন হেমায়েত হোসেন স্বতন্ত্র (বিএনপি) আনারস পেয়েছেন ৫ হাজার ৫’, ৯৭ ভোট তার নিকট তম প্রতিদ্বন্দ্বী এস এম আনিচুর রহমান স্বতন্ত্র (আ’লীগ) মটরসাইকেল পেয়েছেন ৩ হাজার ৯’শ ২৩ ভোট।
এর আগে নড়াইলের ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্তু ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, নড়াইল সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে ৪৪ জন, সাধারণ সদস্য পদে ৩৮২ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।