উজ্জ্বল রায়,নড়াইল জেলা প্রতিনিধি:- নড়াইলে ২৪ ঘন্টায় ২৪জন আসামিকে গ্রেফতার করেছে, নড়াইল জেলা পুলিশ,পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং আজ (২৫ডিসেম্বর) শুক্রবার সকাল ১১ ঘটিকার সময় পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।
পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম (বার) এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা প্রতারক চক্রের হোতা দেশের বিভিন্ন জেলায় ১০টি মামলার আসামি ও ১টি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী যশোর বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ডিবি।
গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ আবু হেলাল (আল মামুন) পিং-মৃত্যু মুজিবর শেখ,সাং-চর মল্লিকপুর,থানা লোহাগাড়া,জেলা নড়াইল।
এছাড়াও থানা ও ডিবি পুলিশের অভিযানে ২৪ ঘন্টার মধ্যে মোট ২৪ জন ওয়ারেন্টের আসামিদের গ্রেপ্তার করেন।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার),অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল ইসলাম ( অপরাধ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাসুদ রানা (সদর),অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শেখ ইমরান (সদর সার্কেল নড়াইল) প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।