- প্রচ্ছদ
-
- অপরাধ
- নড়াইলে ৩ হাজার ৭শ’৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ
নড়াইলে ৩ হাজার ৭শ’৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ
প্রকাশ: ২৭ জুন, ২০২১ ৬:৩৬ পূর্বাহ্ণ
উজ্জ্বল রায় (জেলা প্রতিনিধি) নড়াইল থেকে:-নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ হাজার ৭৬৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। শনিবার (২৬ জুন) দুপুরে থানার হলরুমে এক প্রেস বিফ্রিং করে এ তথ্য জানিয়েছেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা।
প্রেস বিফ্রিং এ তিনি আরও জানান , শুক্রবার (২৫ জুন) দিবাগত আনুমানিক রাত ৩ টার দিকে লোহাগড়া থানার নিয়মিত টহল চলাকলীন সময়ে এসআই সুমন হাওলাদার ও এএসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ কালনা-নড়াইল মহাসড়কের রামপুরস্থ নিরিবিলি পিকনিক স্পট সংলগ্ন আব্দুল খালেকের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেন। এসময় তাদের পকেটে থাকা ৩,৭৬৫ পিস ইয়াবা জব্দ করা হয়। আটককৃতরা হলেন নড়াইল পৌর শহরের মহিষখোলা এলাকার আলী মিয়ার ছেলে সাজ্জাদুর রহমান ওরফে সেলিম (৪০) ও কক্্রবাজার জেলার উখিয়া থানার পালংখালি গ্রামের জাহেদ আলমের ছেলে মোঃ ইউনুচ মোল্যা (২৮) । তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। প্রেস বিফ্রিং এ আরও উপস্থিত ছিলেন, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হেনা মিলন, ইন্সপেক্টও (তদন্ত) হরিদাস রায়, ইন্সপেক্টও (অপারেশন) মোঃ নাসির উদ্দিনসহ সাংবাদিক বৃন্দ।
Please follow and like us:
20 20