উজ্জ্বল রায় (জেলা প্রতিনিধি) নড়াইল থেকে:- বিগত দিনগুলোর মতো নড়াইলের জেলা প্রশাসক হাবিবুর রহমানের নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভূমি) জেলার তিনটি উপজেলায় অভিযান পরিচালনা করেন। র্অভিযান চলাকালীন ১৪ টি মামলায় মোট ১৬ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করেন। এসকল মামলা সম্পর্কে প্রশ্ন উত্তরে জানা যায়, সংক্রামণ রোগ প্রতিরোধ আইন ২০১৮ দণ্ডবিধি ১৮৬০ পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী তাদের এ সকল মামলা ও জরিমানা করা হয়।ভ্রাম্যমান আদালতের এসকল অভিযান পরিচালনার সাথে ছিলেন আনসার, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী। এ সময় জেলা প্রশাসনের উদ্যেগে তিনটি উপজেলার বিভিন্ন স্থানে মাস্কও বিতরণ করা হয়।