শরীয়তপুর প্রতিনিধি:শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য আবু আলেম মাদবর সহ নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার (৩ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টায় জামতলা বাজারে নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য আবু আলেম মাদবর, রাজনগর ইউপি চেয়ারম্যান গাজী মো. জাকির হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফারুক হোসেন দাদন মীরবহর, সাধারণ সম্পাদক মজিবর রহমান মেলকার, সহ-সভাপতি হাকিম সরদার, যুবলীগের সাবেক সভাপতি বিপ্লব মীরমালত, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক স্বপন দেওয়ান প্রমূখ। এসময় স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্য বক্তারা বলেন, আবু আলেম মাদবরের জনপ্রিয়তা দেখে ঈর্ষানিত হয়ে তার বিরুদ্ধে বিএনপি জামাত সহ প্রতিপক্ষরা নানা অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আগামী ৫ জানুয়ারী নির্বাচনে আবু আলেম মাদবর বিপুলভোটে বিজয়ী হবে।