আজ শুক্রবার | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:২০
শরীয়তপুর প্রতিনিধি::-জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, শরীয়তপুর-২ আসনের ৬ বারের সাবেক সংসদ সদস্য কর্ণেল (অব.) শওকত আলীর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২০) দুপুর ২টায় শরীয়তপুরের নড়িয়ার নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর মধ্যদিয়ে ৬ বারের সাবেক এমপি কর্ণেল (অব.) শওকত আলী চিরনিদ্রায় শায়িত হলেন। এর আগে সকালে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার যোগে মরহুমের মরদেহ ঢাকা থেকে শরীয়তপুর স্টেডিয়ামে আনা হয়। পরে নড়িয়া শহীদ মিনারে মরদেহ রাখা হলে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দল এবং সর্বস্তরের জনগণ শ্রদ্ধা নিবেদন করে। এরপর বাদ জোহর বিহারী লাল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজার পূর্বে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে সশস্ত্র শ্রদ্ধা-সালাম প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু এমপি, সাবেক এমপি অ্যাডভোকেট নাভানা আক্তার, জেলা প্রশাসক পারভেজ হাসান, পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, প্রয়াত কর্ণেল (অব.) শওকত আলীর স্ত্রী মিজ মাজেদা শওকত, ছেলে ডা. খালেদ শওকত আলী, মেয়ে মেরিনা শওকত, জেলা আওয়ামীলীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাবেক সভাপতি আবদুর রব মুন্সী, সাধারন সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, সাবেক চেয়ারম্যান সুলতান মাহমুদ সিমন, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল হক মাল, বাদশা শেখ, সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকন সহ সেনা বাহিনী ও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কর্ণেল (অব.) শওকত আলী। তিনি শরীয়তপুর-২ আসন থেকে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়। এছাড়া ঐতিহাসিক আগড়তলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী ছিলেন তিনি। এছাড়াও তিনি মুক্তিযোদ্ধা সংহতির পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |