- প্রচ্ছদ
-
- ঢাকা
- নড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ: ২০ আগস্ট, ২০২২ ৩:৫০ অপরাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধি :বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়িয়া উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে নড়িয়ার ভোজেশ্বর এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরীফ ওয়াহেদুজ্জামান উজ্জলের সভাপতিত্বে ও সদস্য সচির বিএম আজিজুল হাকিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নড়িয়া উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভপতি মাস্টার শাহিন হাওলাদার।
বিশেষ অতিথি ছিলেন, নড়িয়া উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক খান মো. নেছার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাসুদ দেওয়ান, উপজেলা যুবদলের সভাপতি ফজলুল ওয়াহেদ খান নিক্সন।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা বাবুল খান, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শান্ত, সহ-সভাপতি মালেক দেওয়ান, মোস্তাফিজুর রহমান, পৌরসভা সাধারণ সম্পাদক আবুল বাশার সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুল আমিন, পৌরসভার যুগ্ম আহবায়ক আ. আউয়াল, সদস্য সচিব রনি ঢালী, উপজেলা যুগ্ম আহবায়ক ইমরান শেখ, সিফাত সিকদার, নাসির বন্দুকসি, সদস্য আলী আজগর, নাসির উদ্দিন জনি, ছাত্রদল নেতা ইমরান পঞ্চায়েত, কাওছার মাহমুদ, সাব্বির দেওয়ান সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের মানুষ এখন নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন চায়। এলক্ষ্যে সব গণতান্ত্রিক দল ও মানুষকে ঐক্যবদ্ধ করে গণআন্দোলন গড়ে তুলতে হবে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশবাসী ঐক্যবদ্ধ। আর বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, শরীয়তপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব সফিকুর রহমান কিরনের নেতৃত্বে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসন তথা শরীয়তপুর বাসী ঐক্যবদ্ধ।
Please follow and like us:
20 20