আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৩:৪২
পাকিস্তান:- ফিলিস্তিনের গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন। দশ দিনে মোট ২২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার ৬৪ জনই শিশু। এমন বর্বর নির্যাতনে প্রাণ হারানো লোকেদের শোকে সমব্যথী শহীদ আফ্রিদি। ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ফিলিস্তিনিদের সঙ্গে একাত্বতা পোষণ করেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার।
নির্যাতিত ফিলিস্তিনিদের সমর্থনে নিজের মেয়েকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন তিনি। ছবিটি নিজের টুইটার হ্যান্ডেলে আপলোড করে আফ্রিদি লিখেছেন, ‘ফিলিস্তিনের শিশুরা, তোমাদের জন্য এই বার্তা। আমরা তোমাদের থেকে অনেক দূরে আছি। কিন্তু আমাদের হৃদস্পন্দন তোমাদের সঙ্গেই চলছে। বর্তমানের উদ্বেগপূর্ণ সময় পেরিয়ে শীঘ্রয়ই শান্তিতে ফিরবে ফিলিস্তিন।
আমাদের বাবা ও তাদের বাবারও হৃদস্পন্দন ছিল তোমাদের পূর্বপুরুষদের সঙ্গে। কষ্ট, ভয়, উদ্বেগ- এসব সাময়িক। দুঃখের এই সময়টা চিরস্থায়ী নয়।’
এছাড়াও পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরামও ইসরায়েলি আগ্রাসনের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘এটি কোনো খেলা নয়। এটি যুদ্ধ। আর দিনশেষে এত মৃত্যু ও দুর্দশা যেখানে, সেখানে কেউ জয়ী হতে পারে না। সবাই গেরে গিয়েছে এরই মধ্যে। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান। মানবতার পক্ষে আওয়াজ তুলুন।’
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ক্রিকেটারদের সরব অবস্থান নতুন নয়। এর আগে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহীম, পেসার রুবেল হোসেন ও স্পিনার মেহেদী হাসান মিরাজ ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ জানিয়েছেন। ফিলিস্তিনের পক্ষে টুইট করেছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান, দক্ষিণ আফ্রিকারও হাশিম আমলারাও।
শুধুমাত্র ক্রিকেট অঙ্গনের তারকারা নয়, ফুটবল বিশ্বের অন্যতম সেরা টুর্নামেন্ট ইংলিশ প্রিমিয়ার লীগের ফুটবলাররা প্রতিবাদ জানিয়েছেন। ফিলিস্তিনের পতাকা উড়িয়ে সমর্থন জানিয়েছেন পল পগবা, আমাদ দিয়ালো ও হামজা চৌধুরীর মত নামি-দামী ফুটবলাররা।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |