মাহাবুব আলম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সাড়া দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় (২৫ জুন) শনিবার বিকালে আ’লীগ অফিস চত্বর থেকে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রা ও একটি বন্যাঢ্য র্যালি বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে আ’লীগ অফিসে এসে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ে উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাক্ষ সইদুল হকের সভাপতিত্বে আলোচনা বক্তব্য রাখেন আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, পৌর মেয়র ও আ.লীগ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান,বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রশান্ত বসাক, পৌর আ.লীগ সাধারণ সম্পাদক মহাদেব বসাক,ভাইস চেয়ারম্যান ও আ’লীগ সদস্য সোহেল রানা প্রমুখ।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও তার সকল অঙ্গসংগঠনের নেতাকর্মি, সামাজিক-সাংস্কৃতিক ব্যাক্তিবর্গসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আমাদের প্রথম অর্জন হচ্ছে স্বাধীনতা দ্বিতীয় অর্জন হচ্ছে আজকের পদ্মাসেতু,বাংলাদেশকে বিভিন্ন ষড়যন্ত্র করে দাঁবায় রাখতে পারেনি আগামিতেও পারবেনা। অনুষ্টান সঞ্চালন করেন আ’লীগ সদস্য আবু জাহিদ।