শরীয়তপুর প্রতিনিধি::শনিবার (২৫ জুন) মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন করা হয়েছে। দীর্ঘতম সেতুটি উদ্ধোধন করার সঙ্গে সঙ্গে বাংলাদেশ আজ তার স্বপ্ন পূরণ প্রত্যক্ষ করছে। প্রধানমন্ত্রী শনিবার সকালে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পদ্মা সেতুর ফলক উম্মোচন করেন। এরপর প্রধানমন্ত্রী মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন।
এদিকে, শনিবার দেশের গৌরব ও সক্ষমতার প্রতীক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জাজিরা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সামসুল হক খান জাজিরা উপজেলার মুক্তিযোদ্ধা ও সাধারণ জনতা সহ এক বর্ণাঢ্য র্যালি নিয়ে অংশগ্রহণ করেন।
এসময় তিনি বলেন, পদ্মা সেতু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সাহসী প্রচেষ্টা ও প্রত্যয়ের ফসল। বছরের পর বছর কষ্টের পর প্রমত্তা পদ্মার বুক চিরে সেতু তৈরির এই সুন্দর স্বপ্ন এখন বাস্তবায়ন হয়েছে। পদ্মা সেতু এখন শুধু একটি অবকাঠামো নয়, এটা বাংলাদেশের সক্ষমতা ও আত্মমর্যাদার প্রতীক। এগিয়ে যাওয়ার প্রতিচ্ছবি। দেশের অন্যতম অহংকার ও গৌরবের প্রতীক।
তিনি আরও বলেন, এই পদ্মা সেতুর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে রাজধানী ঢাকার যোগাযোগ সহজ হবে। পদ্মা সেতুর ফলে দক্ষিণাঞ্চলসহ সারা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে। পদ্মা সেতু আমাদের গর্ব।