আজ মঙ্গলবার | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৭ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৩:৩৪
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করেছেন যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ান। এছাড়া, রোহিঙ্গা সংকট ছাড়াও ইন্দো-প্যাসিফিক অংশীদারিত্ব নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন বৃটিশ প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ান। তিনি লিখেছেন, “মো. শাহরিয়ার আলমকে আজ যুক্তরাজ্যে স্বাগত জানাতে পেরে ভালো লাগছে। নির্বাচন, রোহিঙ্গা সংকটে সহযোগিতা এবং আমাদের চলমান ইন্দো-প্যাসিফিক অংশীদারিত্বের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি।”
উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসেই বাংলাদেশ সফর করেছিলেন যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী। সে সময় তিনি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে গ্রেপ্তার বা আইনি মামলা এড়ানোর মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা তৈরির পরামর্শ দিয়েছিলেন। ১২ মার্চ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘ইন্দো-প্যাসিফিক প্রেক্ষাপটে বাংলাদেশ-যুক্তরাজ্য অংশীদারিত্ব’ শীর্ষক আলোচনায় তিনি বলেছিলেন, বিশ্বাসযোগ্য নির্বাচন গুরুত্বপূর্ণ। এটি করা গেলে সংবিধানের সঠিক মূল্যায়ন করা হবে।
Dhaka, Bangladesh সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:04 PM |
Asr | 3:06 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |