আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৪:১৬
ঢাকা: করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব গণপরিবহণে অর্ধেক যাত্রী নেওয়া সাপেক্ষে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি কার্যকর হয়েছে আজ বুধবার থেকে। কিন্তু, আসন কমিয়ে ভাড়া বাড়ানো হলেও, বাড়েনি গণপরিবহণের সংখ্যা। বন্ধ হয়নি অফিস বা প্রতিষ্ঠান। তাই কর্মক্ষেত্রে যাওয়ার সময় পরিবহন সংকটে নাকাল হওয়ায় ক্ষুব্ধ রাজধানীবাসী। কেউ কেউ অভিযোগ করছেন সব পরিবহনে মানা হচ্ছে না অর্ধেক আসনে যাত্রী নেওয়ার বাধ্যবাধকতাও।
সামাজিক যোগাযোগমাধ্যমে রাজধানীর সড়কে যানজট ও যানবাহনের চলাচলের তাৎক্ষণিক খবরাখবর জানার অন্যতম একটি গ্রুপ ‘ট্রাফিক অ্যালার্ট’। ‘ট্রাফিক অ্যালার্ট’ গ্রুপে রাকিবুল ইসলাম নামের একজন বলেছেন, ‘৬০ শতাংশ বাড়তি ভাড়া দিয়ে ১০০% যাত্রীবোঝাই বাসে বসে আছি।’
পরিবর্তিত পরিস্থিতিতে সবার জন্য কর্মস্থলে পৌঁছার কতটা সুযোগ থাকছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুহাম্মদ জয়নাল আবেদিন, ‘যে ৫০ শতাংশ যাত্রী আগামী ২ সপ্তাহ বাসে উঠতে পারবে না, তাদের কর্মস্থলে কে পৌঁছে দেবে? তাদের জন্য কী ব্যবস্থা করলেন দায়িত্বশীল কর্তাব্যক্তিরা?’নিজের বাইকে করে অফিসে যাতায়াত করেন মামুন হোসাইন।
তিনি বলেন, ‘অফিসে আসার সময় রাস্তার দুপাশে শত শত অপেক্ষারত মানুষ দেখে সত্যি খুব খারাপ লাগছিল। কয়েকজন ফরমাল ড্রেস পরা ভদ্রলোক রিকোয়েস্টও করেছিলেন তাদের অফিসে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু, সঙ্গে এক্সট্রা হেলমেট না থাকায় কাউকে হেল্প করতে পারিনি।’
মো. কামরুল ইসলাম নামের আরেকজন লিখেছেন, ‘রাস্তায় প্রচণ্ড জ্যাম। উত্তরা থেকে বনানী(গামী) যাত্রীরা সাবধান…!’
কেউ কেউ বর্তমান পরিস্থিতির জন্য নিজেদেরই দায়ী করছেন। সালমান রহমান লিখেছেন, ‘আজকের এই পরিস্থিতির জন্য আমরা জনগণও কম দায়ী নই। সময় থাকতে কেন আমরা মাস্ক পরলাম না? কেন বার বার বলা স্বত্ত্বেও সামাজিক দূরত্ব বজায় রাখলাম না? বাজারে বা ঘোরার স্থানগুলোতে গেলেই দেখা যায়- মানুষের কোনো বোধ-বুদ্ধি নেই। এই অবস্থায় এখন এই শাস্তির মধ্যে পড়েছি আমরা, কী বলব, আর কাকেই বা বলব।’
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার তাঁর সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে গণপরিবহনে অর্ধেক যাত্রী নেওয়া সাপেক্ষে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করার সিদ্ধান্তের কথা জানান।
সেতুমন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল (আজ) থেকে দেশের সব গণপরিবহনে অর্ধেক যাত্রী নেওয়া সাপেক্ষে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী দুই সপ্তাহ পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ভাড়া পূর্বের অবস্থায় ফিরে আসবে।’
এর আগে গত সোমবার গণপরিবহনে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা জারি করে সরকার। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে করোনা প্রতিরোধে মোট ১৮ দফা নির্দেশনা জারি করা হয়। সেখানে এ কথা বলা হয়।
স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে এবং শতভাগ মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী গণপরিবহণের মালিক শ্রমিকদের এ বিষয়ে কঠোর হওয়ার নির্দেশনা দেন।
একই সঙ্গে মন্ত্রী করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় সরকারের ১৮ দফা নির্দেশনা মেনে চলার জন্য দেশের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
ওবায়দুল কাদের করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব অফিস ও কারখানায় অর্ধেক জনবল দ্বারা পরিচালনা এবং উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মানা, জনসমাগম সীমিত করার ওপর গুরুত্বারোপ করেন।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |