আজ বুধবার | ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১লা রজব, ১৪৪৬ হিজরি | রাত ৮:০৩
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি:-মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে জমকালো ও বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠল চতুর্থ মিশিগান বেঙ্গলস কাপ ক্রিকেটের।
দীর্ঘ শীত ও তুষার বৃষ্টির অপেক্ষার পর মিশিগান অঙ্গরাজ্যের ট্রয় নগরীর কমিউনিটি সেন্টার ক্রিকেট মাঠে আয়োজিত হয় মিশিগানের বাংলাদেশি অভিবাসিদের জনপ্রিয় খেলা ক্রিকেটের এই উদ্বোধনী অনুষ্ঠান। এবারের আসরের মিডিয়া পার্টনার আই টিভি, ১০ জুলাই শনিবার মিশিগানের স্থানীয় সময় সকাল ১২টায় উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ডঃ দেবাশিষ মৃধা, চিনু মৃধা ও মুক্তিযোদ্ধা ও প্রকৌশলী নেতা ডঃ জাকিরুল হক টুকু। এরপর বেলুন উড়িয়ে শুরু হয় ২০২১ সালের ক্রিকেট টুর্নামেন্ট। প্রথম ম্যাচে মুখমুখি হয় মিশিগান হিরোস ও মিশিগান টাইটান্স, দ্বিতীয় ম্যাচে খেলে মিশিগান আভেঞ্জার ও মিশিগান কোবরা।
প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এবারের আয়োজনে মিশিগানের বিভিন্ন শহরের প্রবাসী বাংলাদেশি আমেরিকান চাকুরিজীবি ও বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে গঠিত পাচটি দল অংশ নিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মাঝে আরো ছিলেন মিশিগান বেঙ্গলস ক্লাবের পরিচালক সাইফ সিদ্দিকী, কৌশিক আহমেদ, রসি মীর ডঃ জাফরি আল ক্বাদরী, ডঃ অনুপম মণ্ডল, খাইরুল হাসান, আমিন সরফুজ্জামান, মোহাম্মদ হোসাইন, মারুফ কুতুবসহ বিভিন্ন দলের অধিনায়ক, খেলোয়াড় ও ম্যানেজারবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বছর টুর্নামেন্টে দল গুলো হচ্ছে মিশিগান হিরো’স, মিশিগান কোবরা, মিশিগান টাইটানস, মিশিগান অ্যাভেঞ্জারস ও কুমিল্লা নাইটস। টুর্নামেন্ট চলবে আগামী তিন মাস। টুর্নামেন্ট সফল করতে আয়োজকেরা সকলের সহযোগিতা কামনা করে আশা প্রকাশ করেন, ক্রিকেটপাগল প্রবাসী বাংলাদেশিরা মাঠে আসবেন, খেলবেন ও প্রিয় দলকে সমর্থন করবেন।
Dhaka, Bangladesh বুধবার, ১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:20 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:02 PM |
Asr | 3:03 PM |
Magrib | 5:23 PM |
Isha | 6:44 PM |