আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:০৮
বিডি দিনকাল ডেস্ক : পর্যাপ্ত আমদানির পরও চিনি সংকট চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে। বিক্রি হচ্ছে সরকারের বেঁধে দেয়া দামের চেয়ে বেশি দরে। এমন পরিস্থিতির জন্য কিছু শিল্প গ্রুপ এবং ব্যবসায়ীর কারসাজিকে দায়ী করছেন পাইকাররা। তবে আমদানিকারকরা দুষছেন, আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়াকে।
দেশে ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। যেখানে এখন পাইকারিতে প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ১২৬ টাকা মূল্যে। অথচ সরকার খোলা চিনির দাম নির্ধারণ করে দেয় ১০৪ টাকা। বেঁধে দেয়ার পরও কেন দরের এই বিশাল ফারাক? পাইকাররা অবশ্য দায়ী করছেন, কয়েকটি শিল্প গ্রুপের কারসাজিকে। যেখানে জড়িত অসাধু কিছু বড় ব্যবসায়ীও। যাদের মজুতদারির কারণে বাজারে দেখা দিয়েছে চিনির সংকটও। এক দোকানি বলেন, দেশে ৫-৬টি শিল্প গ্রুপ আছে। মূলত তাদের হাতেই চিনির বাজার।
মাঝখানে কয়েকজন ব্যবসায়ী আছেন। তারাও কারসাজির সঙ্গে জড়িত। একই অবস্থা খুচরা বাজারেও। যেখানে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১৩০ টাকা বা সেটার চেয়ে কিছুটা বেশি দামে।
খুচরা বিক্রেতারা জানান, আগে এক কেজি চিনি কিনতাম ১০৮ টাকায়। আর বিক্রি করতাম ১১২ টাকায়। এখন কিনি ১২৮ টাকায়। ফলে ১৩০ টাকায় বিক্রি করতে হয়। ঈদের এক সপ্তাহ আগে থেকেই বাজার থেকে চিনি উধাও। অবশ্য কিছু ছিল। এগুলো যারা রেখেছে, তারাই বাড়তি দামে বিক্রি করেছে।সূত্র:মানবজমিন
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |